নিউজ সোশ্যাল বার্তা: বর্তমান দেশের সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এগিয়ে এল এন এস এস বা জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা ।
নদীয়া জেলার হাঁসখালী ব্লকের বগুলা পূর্ব পাড়া উচ্চ বিদ্যালয়(উঃমাঃ) এর জাতীয় সেবা প্রকল্প (NSS) ইউনিটের উদ্যোগে বাড়ীতে বসেই তৈরী করা হল হ্যান্ড স্যানিটাইজার।
করোনা সচেতনতায় বিদ্যালয় বন্ধ ফলে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ও শিক্ষক শ্যামল কুমার টপ্পোকে এবং শিক্ষক নব কুমার বিশ্বাস এর উদ্যোগে সহযোগিতায় এগিয়ে আছে দুজন জাতীয় সেবা প্রকল্প সদস্য শোভন কুমার টপ্পো ও রিলি টপ্পো। তাদের এই কাজ দেখে এগিয়ে আসে প্রাক্তন সদস্য রিমি টপ্পো ও অভিভাবিকা রুমা টপ্পো ।
এই প্রসঙ্গে জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শ্যামল কুমার টপ্পো বলেন- বিদ্যালয় বন্ধ কিন্তু বিপদ দোরগোড়ায় ।বতর্মানে দোকান গুলোতে হ্যান্ড স্যানিটাইজার অমিল । অনেকের আবার কেনার সামর্থ্য নেই তাই এলাকার সাধারণ মানুষের মধ্যে বাড়ী বাড়ী বিনামূল্যে বিতরন করা হল হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হয়।আতঙ্ক নয়,সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার অাবেদনও জানানো হর। বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
প্রায় ১৫০ টি বাড়িতে তাদের উদ্যোগে পৌঁছে গেলো বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ।