দেবু সিংহ,মালদা:স্কুল অফিস টাইমে প্রায় প্রতিদিনই রাস্তায় জ্যামের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে হরিশ্চন্দ্রপুর এ। এনিয়ে হেলদোল নেই স্থানীয় প্রশাসনের। হরিশ্চন্দ্রপুর এর গুরুত্বপূর্ণ রাস্তা শহীদ মোড় থেকে হাসপাতাল গামে যে রাস্তাটি আছে প্রতিদিনই স্কুলের টাইমে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে নাজেহাল সাধারণ মানুষ থাকে ছাত্র-ছাত্রী অফিসকর্মী ও অসুস্থ রোগীরা।রাস্তার উপর দিয়ে গুরুত্বপূর্ণ সরকারি অফিস হাসপাতাল ও বিভিন্ন বিদ্যালয়ে যেতে হয় সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীদের। প্রতিদিনই সকাল দশটার পর থেকে এই রাস্তাতে যানজট তৈরি হচ্ছে। ফলে স্কুল অফিস ও হাসপাতাল পৌঁছাতে অনেক বেশি সময় লাগছে এলাকাবাসীদের। মাধ্যমিক পরীক্ষার সময় এর ব্যতিক্রম হয়নি। আজ রাস্তার উপর হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংকের কাছে এক বিশাল যানজটের সৃষ্টি হয়। যার ফলে দু’ঘণ্টার জন্য আটকে যায় পথচলতি মানুষ ছাত্রছাত্রী অসুস্থ রোগীরা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান বেরোয়নি বলে দাবি করলেন এলাকাবাসীরা।
স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা রুহুল আমিন জানালেন এ রাস্তাটি প্রস্থে খুবই ছোট। আর ওপর অফিস টাইমে স্কুলের সময় বড় বড় লরি এ রাস্তার উপর চলে আসছে। এছাড়াও অনেক জায়গায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে।এনিওয়ে বিলম্বে প্রশাসনকে আরও সক্রিয় হওয়া উচিত না হলে এ সমস্যার সমাধান হবে না।
স্থানীয় টোটো চালক ঋষি দাস জানালেন তিনি রাস্তায় প্রতিনিয়ত টোটো চালানো।হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংকের সামনে দীর্ঘদিন ধরে গ্রাহকরা রাস্তার উপরে মোটরবাইক পার করিয়ে রাখছেন। ফলে এখানে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। আজও তাই হয়েছে। বিষয়ে প্রশাসনকে নজরদারি করা উচিত বলে তিনি মনে করেন।
হরিশ্চন্দ্রপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানালেন তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন যত দ্রুত সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে চেষ্টা চালাবেন।