দিদি কে বলো কর্মসূচি দিঘলকান্দি পঞ্চায়েত এলাকায়

Social

নিউজ সোশ্যাল বার্তা : গতকাল নদীয়া জেলার করিমপুর ২নং ব্লকের দিঘলকান্দি পঞ্চায়েতের দিগলকান্দি ,ধারা সহ বিভিন্ন গ্রামগুলিতে ” দিদি কে বলো কর্মসূচি গ্রহণ করা হয় ।

এলাকার গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ফোন নাম্বার বিলি করা হয় ও মানুষের সমস্যার কথা শোনেন নেতৃবৃন্দরা । জনসংযোগ বাড়াতে ব্লক স্তরের নেতৃত্বও উপস্থিত ছিলেন । নিজেদের ভুল ভ্রান্তি থাকলে তারা ক্ষমাও প্রার্থনা করেন ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করিমপুর ২নং ব্লকের কৃষি কর্মদক্ষ ও করিমপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কার্তিক মন্ডল মহাশয় ও করিমপুর 2নং ব্লক সভাপতি আরজেল হক মন্ডল , ,ইরাজুল শেখ ও অন্যান্য ব্লক নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সুশান্ত মল্লিক, পূর্ণিমা বিশ্বাস, বিশিষ্ট মানবাধিকার কর্মী রাকিবুল সেখ সহ আরও অনেকে ।

সকাল বেলায় কর্মসূচি শুরু হলেও সারা দিন এই কর্মসূচি চলে ।

Leave a Reply