কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তথা সুপারস্টার তাপস পাল প্রয়াত

Social

মলয় দে নদীয়া:-শোকস্তদ্ধ অভিনয় জগৎ । কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ তথা অভিনয় জগতের সুপারস্টার তাপস পাল। ১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের।  মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, গুরুদক্ষিণা অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবসা ।

সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন অবোধ ছবিতে।

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোররাতে 4:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। তার একমাত্র কন্যা সোহিনী পাল কৃতিত্বের সাথে অভিনয় জগতে আছেন।
2001 থেকে 2006 এবং 2006 থেকে 2009 সাল পর্যন্ত আলিপুর কেন্দ্রে বিধায়ক ছিলেন দুবার এর জন্য। পরবর্তীতে 2009 থেকে 2019 সাল পর্যন্ত টানা দুবার সাংসদ হিসেবে ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে।

Leave a Reply