স্বাস্থ্য সচেতনতা শিবির বিদ্যালয়ে

Social

নিউজ সোশ্যাল বার্তা : মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ১ নং ব্লকের নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ১০ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত তিন দিনব্যাপি স্বাস্থ্য সচেতনতা শিবির। প্রকল্পটি ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের “রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম”- র অন্তর্ভুক্ত। বিষয়বস্তু ছিল, জন্মগত সমস্যা, ঘাটতিজনিত সমস্যা, শৈশবকালীন সমস্যা, বিলম্বিত বিকাশ এবং অক্ষমতা/ প্রতিবন্ধকতা, বয়ঃসন্ধিকালীন সমস্যা সংক্রান্ত মোট ৩৮ টি বিষয়।

এদিনের কর্মসূচিতে এন. এস. এস ইউনিটের সদস্যসহ মোট ১০৫৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মহঃ রাজীব হাসান, প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বেলডাঙ্গা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: বিকাশ বিশ্বাস, ডা: সারফরাজ আলম, ডঃ রিতা সরকার, ডা: সংযুক্তা হালদার,ডা: সুতপা সেন সহ প্রমূখ ।

বিশেষজ্ঞ চিকিৎসক মাননীয়া সুতপা সেন বয়ঃসন্ধিকালীন সমস্যাগুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এমনকি ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধানেরও ব্যবস্থা করে দেন। এছাড়া যাদের কোনো দীর্ঘস্থায়ী বা দূরারোগ্য কোনো সমস্যা তার সমাধানের জন্যে বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করে দেন।

বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল বলেন, এধরনের কর্মসূচি সত্যিই প্রশংসনীয়, যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব সহজেই চিকিৎসা পাবে এবং সমস্যার নিরসন হবে। অনেক অনেক ধন্যবাদ বেলডাঙ্গা হসপিটালসহ উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগনকে, যারা এই কর্মসূচির সফল রুপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Leave a Reply