মলয় দে, নদীয়া : পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখিদের জুড়ি মেলা ভার । একদিকে চোরা শিকারিদের উৎপাত অন্যদিকে সাধারণ মানুষের আক্রমণে বর্তমানে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন ধরনের পাখি সহ বিভিন্ন জীবজন্তু । কিছু স্বহৃদয় ব্যাক্তিদের মাধ্যমে কিছু জায়গায় এখনও হারিয়ে যাওয়া পাখি ও জীবজন্তু উদ্ধার হচ্ছে ।
তেমনি গতকাল সকালে নদীয়া জেলার শান্তিপুর শহরের শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় থেকে উদ্ধার করা হল বিরল প্রজাতির পেঁচা ।
বিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বন দপ্তরের সাথে। বন দফতরের সহযোগিতায় বিদ্যালয় এর পক্ষ থেকে পেঁচাকে তুলে দেওয়া হল বনদপ্তর এর হাতে। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে । বিদ্যালয়ের এই ভুমিকা সত্যিই প্রশংসনীয় ।