নদীয়ায় রাস্তার উপর দাঁড়িয়ে ট্রেন! মাত্র ২৩ মিনিটে মধ্যেই মেরামতি হয়ে ছুটল ট্রেন

Social

মলয় দে, নদীয়া :- গতকাল শনিবার কৃষক সংগঠনের চাক্কা জ্যাম, তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা, বিজেপির পরিবর্তন যাত্রা নদীয়ার উপর দিয়ে বয়ে গেছে মানবঝড় ! স্বভাবতই শহরতলীর বিভিন্ন রাস্তায় তিল ধারণের জায়গা ছিল না। এরই মধ্যে নদীয়ার শান্তিপুর স্টেশন সংলগ্ন রেলওয়ে লেভেল ক্রসিং এ রাস্তার ওপর হঠাৎই দাঁড়িয়ে যায় ট্রেন। ১টা ১৪ মিনিট থেকে ১ টা ৩৭ মিনিট পর্যন্ত, দীর্ঘ ২৩ মিনিটের মধ্যে রেলওয়ে স্টেশন মাস্টারের তৎপরতায় এবং মেনটেনেন্স ডিপার্টমেন্ট এর সহযোগিতায় অবশেষে বিকল হওয়া এয়ার ব্রেক সারানো সম্ভব হয়েছিলো। এরপর ডাউন শান্তিপুর শিয়ালদহ ট্রেনটি রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে।

যানজটের পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে! তবে ওই সময়ের মধ্যে অনেকেই রাস্তা পারাপার হতে না পেরে, দুই নম্বর এবং তিন নম্বর রেলগেটের ঘুরপথে গেল বিফলে যায় সময়। কারণ ওই একই সময়ে তিনটি লেভেল ক্রসিংই অটো লক হয়ে থাকে।

তবে এই সামান্য সময়ে ট্রেন সারাই হওয়ায় হাফ ছেড়েছেন পথচলতি সাধারণ মানুষ।

Leave a Reply