জেলার সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন নদীয়ার কৃষ্ণনগরে

Social

মলয় দে নদীয়া:- তেসরা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। জাতিসংঘ (UNESCO) ১৯৯৩ সালে ৩রা মে দিনটিকে আন্তর্জাতিক সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রত্যেক বছর ৩রা মে দিনটি বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয় দিনটি।

এই দিনটি উদযাপনের অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা, গণমাধ্যমের ওপর যে কোনো ধরনের নির্যাতন, সেন্সরশিপ ও দমন-পীড়নের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা।

জানা যায় ১৯৯১ সালে নামিবিয়ার উইন্ডহোক শহরে ইউনেস্কোর উদ্যোগে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যা পরে উইন্ডহোক ডিক্লারেশন নামে পরিচিত হয়। এই ঘোষণার ভিত্তিতেই ১৯৯৩ সালে জাতিসংঘ ৩রা মে দিনটিকে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে এবছর ৩রা মে নদীয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ নদীয়া জেলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা এবং সম্মান জানালেন৷ জেলাশাসকের এহেন সম্মাননা পেয়ে অবিভূত নদীয়া জেলার সাংবাদিকরা।

জেলাশাসক এস অরুণ প্রসাদ জানান যে, ৩রা মে প্রসাশনিক ব্যস্ততার জন্য আজ ৭ই মে তারা সাংবাদিকদের সম্মান জানালেন। এদিন সাংবাদিকরা জেলাশাসককে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা জানান। জেলাশাসক বিষয়গুলি সম্পর্কে উত্তর দেন। তবে জেলাশাসক এদিন জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির বানানো সরপুরিয়া, সরভাজাগুলি যাতে বাইরের লোকেরা কিনতে পারে সে ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। সাংবাদিকরাও এদিন জেলাশাসক এস অরুন প্রসাদকেও সম্মান জানান।

Leave a Reply