চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি প্রায় ৬০ জন ফোন মালিক

Social

মলয় দে নদীয়া: নদীয়ার শান্তিপুর থানায় এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়, যেখানে চুরি হয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রায় ৬০ জন নাগরিক তাঁদের মূল্যবান মোবাইল ফোন ফেরত পেয়ে অত্যন্ত খুশি হন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমার এসডিপিও ম্যাডাম সবিতা ঘটিয়াল, শান্তিপুর থানার সার্কেল ইনচার্জ কাজল ব্যানার্জি, এবং এসআই গোপাল মজুমদার। তাঁদের হাত দিয়েই প্রতিটি ফোন তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

এসডিপিও সবিতা ঘটিয়াল জানান, “পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছে। প্রযুক্তির সাহায্যে এবং আমাদের দলের আন্তরিক প্রচেষ্টায় এই ফোনগুলি উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”

ফোন ফেরত পেয়ে উপস্থিত নাগরিকদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শান্তিপুর থানার পুলিশের এই মানবিক ও দায়িত্বপূর্ণ ভূমিকাকে আন্তরিক ধন্যবাদ জানান।

এই ধরনের উদ্যোগে থানার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন এলাকাবাসী।

Leave a Reply