শ্মশানে এসে বৃদ্ধের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন শ্মশানের পাশে কলাবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ সকাল বেলায় এলাকাবাসী লক্ষ্য করে নৃসিংহপুর হরিপুর অঞ্চলের মধ্য কলোনির বাসিন্দা ৫৫ বছর বয়সি সাগর দত্ত নামে এক ব্যক্তি কলাবাগানের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর এই খবর দেয়া হয় পরিবারকে। পরিবারের লোকজন এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর শান্তিপুর থানায় খবর দেয়া হলে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর চেষ্টা করে। তবে মৃতর পরিবার সূত্রে খবর শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি।

আজ সকালে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তিনি এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। যদিও মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

Leave a Reply