মলয় দে নদীয়া:-আর পাঁচটা সাধারণ দিনের মত গতকাল রাতেও সিভিক ভলেন্টিয়ার ডিউটি করছিলেন রায়বাড়ীতে। বহু পুরনো সাবেকি এই রায়বাড়ির বিগ্রহ র গহনা বেশিরভাগটাই রাখা থাকে ব্যাংকের লকারে, কিন্তু রাধা এবং কৃষ্ণের গায়ে কিছু গযহনা সব সময় থাকে।
গত বছরেও বহুমূল্যর গহনা চুরি হওয়ার পর বাড়তি সতর্কতা র জন্য নিয়মিত সিভিক ভলেন্টিয়ার পোস্টিং করা হয়েছে রায়বাড়ি সহ অন্যান্য বেশকিছু বিগ্রহ বাড়িতে। কিন্তু সিভিক এর গতিপ্রকৃতির উপর নজর দেখে চুরি করা হয়েছে এক্ষেত্রে এমনটাই জানা গেছে সেবাইতদ্বয়ের কাছ থেকে। তাদের বক্তব্য অনুযায়ী 4 জোড়া বালা সহ বেশ কয়েকটি গহনা চুরি যায়।
সকাল পাঁচটা কুড়ি নাগাদ পুজো দিতে গেলে বিষয়টি নজরে আসে, শান্তিপুর থানায় জানানোর 15 মিনিটের মধ্যে পুলিশ পৌঁছায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রশাসন। এর আগেও গোপালপুরের সাহা বাড়ি র বিগ্রহের গহনা চুরি হয়েছে মাত্র কয়েক মাস আগে। মাঝে মাঝে এ ধরনের চুরিতে শঙ্কিত শান্তিপুরের বহু বিগ্রহ ঠাকুরপরিবার।