নিজেদের বউভাত আনন্দ অনুষ্ঠানে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন স্বামী-স্ত্রী

Social

মালদা: এক সমাজকর্মী ব্যতিক্রম সিদ্ধান্ত। নিজের বউভাত আনন্দ অনুষ্ঠানে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন স্বামী-স্ত্রী। নজির গড়লেন মালদায়।

মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ড এর তেলীপুকুর জগন্নাথ কলোনির বাসিন্দা ধ্রুব দাস। অন্যদিকে, তাঁর স্ত্রী রিঙ্কা দাস শুক্রবার তাঁদের বউভাত অনুষ্ঠানে মানব সেবায় ব্রতী হলেন বউভাত অনুষ্ঠানে উভয়ের সম্মতিক্রমে মরণোত্তর দেহদানে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন।

ধ্রুব বাবু বলেন, “আজ আমাদের বিয়ের বউভাত অনুষ্ঠান। সেই কারণে এই দিনটাকেই বেছে নিয়েছি দেহদানের জন্য। আসলে আমার এবং স্ত্রীর ভীষণ ইচ্ছা ছিল আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি। আসলে পরবর্তী প্রজন্মে চিকিৎসা শাস্ত্রে ছাত্রদের সুবিধা হবে।” এই বিষয়ে মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি এক সদস্য জানান, “আমরা মালদা মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগের ফর্ম নিয়ে ওনাদের কাছে এসেছিলাম। সেই ফর্ম আমরা যথাযথ ভাবে পূরণ করালাম। এরপর ফর্মটি চলে যাবে মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে। পরে সমস্ত কিছু নিয়ম পালনের পরে সেটি আবার ওনাদের কাছে ফেরত আসবে।

Leave a Reply