মলয় দে,নদীয়া: ভয়ঙ্কর দুর্ঘটনা ৩৪ নং জাতীয় সড়কে। লরি ও ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দুই শিশু সহ ৫ জনের। এরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা।
মায়াপুরে ঘুরতে যাওয়ার পথে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ২ শিশু সহ মৃত ৫ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদিয়া জেলার নাকাশিপাড়া থানার তিনচারা সংলগ্ন ৩৪নম্বর জাতীয় সড়ক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নদিয়ার নাকাশিপাড়া থানার তিনচারা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি ছোট গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুটি গাড়ির সংঘর্ষের রাস্তার ধারের একটি গাড্ডায় গিয়ে ছিটকে পড়ে ছোট গাড়িটি। সাত সকালে প্রচণ্ড জোরে বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখে আহত অবস্থায় রয়েছে ছোট গাড়ির যাত্রীরা। স্থানীয় নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই পাঁচ জনকে উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। এর ফলে ৩৪ নং জাতীয় সরকার উপর যান চলাচল ব্যাহত হতে শুরু করে। ঘটনাস্থলে একটি ক্রেন নিয়ে আসা হয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ৩৪ নং জাতীয় সড়কে।
পুলিশ গিয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত গাড়িটিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ক্ষতিগ্রস্ত গাড়িটি থেকে তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনায় একসঙ্গে পাঁচজনের এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি জাতীয় সড়কের উপর দিয়ে অনিয়ন্ত্রিত যান চলাচলের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।