নদীয়ার মাজদিয়ার কাঁঠাল পাড়ি দিচ্ছে দিল্লী

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া মূলত কৃষি প্রধান এলাকা । এখানকার ৭০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি কাজে সে রকম ভাবে লাভবান না হওয়াই কৃষকরা অনেকেই বিকল্প চাষ হিসাবে আম কাঁঠাল ফলের চাষের দিকে বেশি ঝোঁক দিয়েছেন । এর ফলে একদিকে যেমন শ্রমিকের ঘাটতি মেটানো যাবে অন্যদিকে বছরে একটা সময় কয়েক মাসের চাষে কৃষকরা সকলে লাভবান হবেন । এই জন্যই বিকল্প চাষ হিসাবে কাঁঠাল চাষ কে বেছে নিয়েছে কৃষকরা । এখানকার কাঁঠাল খুব উন্নতমানের হাওয়ায় রাজ্যের বাইরে এই কাঁঠালের চাহিদা দিন দিন বেড়েই চলেছে । বিশেষ করে দিল্লির বাজার জুড়ে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার কাঁঠাল রাজত্ব করছে। প্রতিদিন মাজদিয়া থেকে ১০ থেকে ১২ টা করে কুড়ি চাকার গাড়ি করে কাঁঠাল পৌঁছে যাচ্ছে দিল্লিতে । এ ব্যাপারে কাঁঠাল ব্যবসায়ী বিপদ শুকুল জানান ছয় থেকে সাত টাকা কেজি দরে এই কাঁঠাল তারা কিনছেন ।

মাজদিয়ার কাঁঠাল যেহেতু উন্নত মানের সেই জন্যই দিল্লিতে এখানকার কাঁঠালের চাহিদা দিন দিন বাড়ছে । এর ফলে তারাও ব্যবসায়ীর দিক থেকে লাভবান হচ্ছেন । স্থানীয় কৃষক রুপ কুমার ঘোষ জানান দিল্লিতে তাদের কাঁঠাল পৌঁছে যাওয়ায় তারা যেমন লাভবান হচ্ছেন তেমনি ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন । মাজদিয়ার কাঁঠাল এর শাদ ও গুণগত মানে উন্নত হওয়ায় চাহিদা তুঙ্গে । দিল্লিতে তাদের কাঁঠাল পৌঁছে যাওয়াই তারাও কাঁঠাল চাষ করে লাভবান হচ্ছেন । বলা যেতেই পারে কৃষকরা বিকল্প চাষ হিসাবে কাঁঠাল চাষকে বেছে নিয়ে লাভবান হচ্ছেন ।

Leave a Reply