নিউজ সোশ্যাল বার্তা : “করোনা ভাইরাস”, যা বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। ইতিমধ্যে চিন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ক্রমেই মহামারীর আকার নিচ্ছে। লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। আতঙ্ক ছড়িয়েছে সুদূর অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা, ইউরোপ, আমেরিকাতেও। বিমানযাত্রীদের মাধ্যমে ছড়াচ্ছে এই ভাইরাস। এমনকি ভারত সরকার চীনা ভিসা বাতিলের সিদ্ধান্ত গ্রহন করেছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও করোনা ভাইরাসের প্রবেশ হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা ভাইরাস নিয়ে যাবতীয় তথ্য জানতে জাতীয়স্তরে হেল্পলাইন চালু করা হয়েছে৷ যা হল 011-23978046, এখানে ফোন করলে ভাইরাসের বিষয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিনের যে কোন সময়ে জানানো হবে৷ এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)করোনা ভাইরাস নিয়ে সাড়া বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে৷ তবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন WHO-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেইসাস৷
আর আজ ০৬-০২-২০২০ তারিখ মুর্শিদাবাদের বেলডাঙ্গার নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হল “করোনা ভাইরাস” সংক্রান্ত সচেতনতা শিবিরের। উক্ত শিবিরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এবং ভিডিও সহযোগে ছাত্রছাত্রীদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন বিদ্যালয়ের এন. এস. এস প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয়। এবিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় অভিজিৎ ব্যানার্জী মহাশয়। এছাড়াও এদিন ছাত্রছাত্রীদের নিয়ে নওপুকুরিয়া গ্রামে একটি পদযাত্রা করা হয়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। একাদশ শ্রেণীর ওমর ফারুক, সুরোজ, প্রিয়াদের কথায়, আমরা আজকের আলোচনার মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত হলাম, যা আমাদের সচেতন হতে এবং সচেতন করতে যথেষ্ট সাহায্য করবে। প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয় বলেন, সাম্প্রতিক করোনা ভাইরাস যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে এবং যার প্রতিকারের কোনো উপায়ও তৈরী হয়নি, সুতরাং সচেতনতায় বর্তমানে একমাত্র উপায়। তাই ছাত্রছাত্রীদের মাধ্যমে জনগনকে সচেতনত করতেই আজকের এই সচেতনতা শিবির।