মলয় দে নদীয়া ;-রানাঘাট এবং কৃষ্ণনগরে দুটো জনসভা করার পর মুখ্যমন্ত্রী তখনও নদীয়ায়, বিজেপি তাদের কাজে মনোনিবেশ করেছে এত টুকু সময় নষ্ট না করে। সদ্য গঠিত জেলা কমিটি, এবং সম্পূর্ণ হয়েছে মন্ডল কমিটি গুলিও। কাজ বাকি শুধু জনসাধারণের কাছে পৌঁছানো, সেই উদ্দেশ্যেই আজ, নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি । নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার চাকদহ বিধানসভার শিমুরালি চৌরাস্তা মোড়ে প্রতিটা দোকানে দোকানে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে তথ্য তুলে ধরেছে বিজেপির কর্মী ও কার্যকর্তা বৃন্দ। সাধারণ মানুষের সমস্ত প্রশ্নের উত্তর এর মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম চলছে সম্পূর্ণ জেলাব্যাপী। আজকের চাকদহ বিধানসভার কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।