অটো ড্রাইভার হয়ে গেলেন কোটিপতি! বার্তা দিলেন লটারির প্রতি আসক্ত যেন না হয় কেউ

Social

মলয় দে নদীয়া:-গরিব অটো ড্রাইভার থেকে রাতারাতি কোটিপতি । নিরাপত্তার কারনে রাত কাটলো থানায় । নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ঘটনা । জানা যায় ঐ এলাকার বাসিন্দা লক্ষ্মন পাল। তিনি পেশায় অটো চালক । প্রতিদিন না হলেও দু বছর ধরে মাঝে মধ্যে টিকিট কাটেন এই লক্ষ্মন বাবু । সেই রকম গত কালও তিনি ১২০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন । কিন্তু আসা করেননি যে তার এক কোটি বাধবে এই লটারিতেই।গতকাল প্রতিদিনের মতো লটারির রেজাল্ট মেলালে চক্ষু চরক গাছ হয় তার । তিনি দেখতে পান যে তার কাছে যে টিকিট টি রয়েছে তাতে প্রথম পুরষ্কার অর্থাৎ এক কেটি টাকা হয়েছে। এরপরেই আর দেরি না করে নিরাপত্তার জন্য সেই টিকিট নিয়ে এবং এক বন্ধুকে নিয়ে চলে যায় কৃষ্ণগঞ্জ থানায়।

আজ সকালে পুলিশি নিরাপত্তায় ব্যাঙ্কে সেই টিকিটটি জমা দিতে যান লক্ষ্মন বাবু । তিনি জানান এই টিকিটের টাকা দিয়ে তার যে লোন নেওয়া আছে তা শোধ করবেন , একটি বাড়ি করবেন এবং কিছু টাকা মেয়ের ভবিষতের জন্য রাখবেন । তবে তিনি সকলের উদ্দেশ্যে জানান ভাগ্য পরীক্ষা করার জন্য মাঝেমধ্যে টিকিট কাটা যেতেই পারে কিন্তু কোনভাবেই কষ্টার্জিত অর্থ দিয়ে লটারি কাটার আসক্তি যেন না তৈরি হয়ে যায় এই বার্তাই দিয়েছেন সকলের উদ্দেশ্যে।

Leave a Reply