শ্রম দিবসে রাস্তায় নেমে প্রতিবাদ মিড ডে মিল সহায়িকা সমিতির

Social

মলয় দে নদীয়া:-মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি সহ মজুরি বৃদ্ধি তৎসহ শিশুদের পুষ্টিগত খাবারের মান বাড়ানোর দাবিসহ বারোটি দাবি নিয়ে নদীয়ার কৃষ্ণনগরে বিক্ষোভ এবং বিক্ষোভ পদযাত্রা মিড ডে মিল সহায়িকা সমিতির।

এদিন নদীয়ার কৃষ্ণনগর স্টেশন থেকে পদযাত্রা করে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় পর্যন্ত এসে অবস্থান বিক্ষোভ এবং তাদের দাবিগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন সংঘঠনের সদস্যরা।

Leave a Reply