মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের কালিপুর পশ্চিম পালপাড়া এলাকার এক বাসিন্দা গতকাল সম্পন্ন হওয়া কালীপুজোর সামান্য কিছু কম দেওয়ায় , আজ সকালে রণক্ষেত্র পড়ল মাথায় ধারালো অস্ত্রের কোপ। রক্তাক্ত বৃদ্ধকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল এ ভর্তি করালেন ছেলেরা, মাথায় চারটি সেলাই নিয়ে আশঙ্কা জনক অবস্থায়, ভর্তি রয়েছেন তিনি।
সদানন্দ বাবুর ছেলেদের দাবি অনুযায়ী, কাল সদ্যসমাপ্ত হওয়া কালী পুজোর চাঁদা বাবদ ৬৩০
দাবি করে পূজা কমিটি। ৬০০ টাকা দিতে সমর্থ্য হলেও, তা নিতে নারাজ পুজো কমিটি। এরপরে বাকি ৩০ টাকা দিয়ে, বচসা মিটে যায় গতকালকেই।
কিন্তু আজ সকালে ওই বারোয়ারির তিন কর্মকর্তা পূর্ব রাগবশত সদানন্দ পালের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় প্রকাশ্যে, ওই এলাকার অনেকেই এগিয়ে আসতে পারেনি ধারালো অস্ত্র দেখে, এমনটাই অভিযোগ অভিযোগ সদানন্দ বাবুর দুই ছেলের।
তারা জানান বাবার প্রাথমিক চিকিৎসার পরেই ওই তিন ব্যক্তির বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে যাওয়া হবে।
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অপরপক্ষের দাবি সদানন্দ বাবুর দুই ছেলে গোপাল পূজোর চাঁদা কাটতে শুরু করেছে, কালী পুজো সমাপ্ত হওয়ার আগেই। তাই জন্যই তাদেরকে মৌখিকভাবে বারণ করা হয়েছিল মাত্র, কিন্তু সে কোথায় কর্ণপাত না করে, আজ সকালে সদানন্দ বাবু বিতর্কমূলক কথাবার্তা ছড়ায় পাড়ায়। পাড়ার ছেলেদের সাথে বাদে বচসা, সদানন্দ বাবু এবং তার এক ছেলে মারধর করে বারোয়ারির বেশ কয়েকজন ছেলেদেরও। এবং তারাও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেছে।
ওই এলাকার কালী পূজা কমিটির পক্ষ থেকে গণেশ পালের দাদা কার্তিক বাবু জানান তার ভাইয়ের মাথা ফেটেছে।ঘটনা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।