নবদ্বীপে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেলো দুই ভাই!

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার মাঝদিয়া থেকে নবদ্বীপে গঙ্গাায় স্নান করতে এসে জলে তলিয়ে গেলো দুই যুবক।
তলিয়ে যাওয়া দুই যুবকের নাম নিলয় বিশ্বাস,ও নিলেশ বিশ্বাস, সম্পর্কে তারা দুই ভাই। তাদের বাড়ি নদীয়ার মাঝদিয়া রেল বাজার এলাকায়।

জানা যায় এদিন দুপুরে মাঝদিয়া থেকে চারচাকা গা্রি করে মাঝদিয়া থেকে চার যুবক নবদ্বীপ শ্রীবাসঅঙ্গন গঙ্গার ঘাটে স্নান করতে আসে।
বেলা আনুমানিক দুটো নাগাদ তারা গঙ্গায় স্নান করতে নামলে আচমকাই জলে তলিয়ে যায় চার জন, একে অপরকে বাঁচানোর চেষ্টাকরলেও অবশেষে জলে তলিয়ে যায় দুই যুবক।

স্থানীয় যুবক ভোলা ঘোষ জানান এদিন দুপুরে চার যুবকের জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই, গঙ্গায় নেমে তাদের বাঁচানোর চেষ্টাও করা হয় তবে চার জনের মধ্যে দুজনকে বাচানো গেলোও দুজন জলে তলিয়ে যায়।
তবে গঙ্গার সংস্করণ না হবার ফলেই নবদ্বীপের গঙ্গা লয় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানায় স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম,।
যদিও তলিয়ে যাওয়া দুই যুবকের খোজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম।

Leave a Reply