মলয় দে নদীয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনা নদীয়ার রানাঘাট থানা এলাকার নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের। মৃত দুই যুবকের নাম নক্ষত্র বিশ্বাস এবং প্রসেনজিৎ ঘোষ। মৃত দের পরিবার সূত্রে খবর গতকাল নিজেদের বাইক নিয়েই দুই বন্ধু মিলে গিয়েছিল চড়কের মেলা দেখতে।
এরপর আজ সকাল বেলায় পরিবার খবর পায় ওই দুই যুবক রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পরিবার গিয়ে মৃতদেহ গুলি সনাক্ত করে এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে নিছক পথ দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সমস্তটাই খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।