টান দাও দড়িতে, পার হও নদীতে পূর্ব বর্ধমানের দাদপুরে

Social

মলয় দে নদীয়া:-
দড়ি ধরে নদী পারাপার হচ্ছে যাত্রীরা এমনই দৃশ্য দেখা গেল নদীয়া সংলগ্ন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দাদপুরে।
নাদন ঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দাদপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুটিরডাঙ্গার মধ্যে দিয়ে তির তির করে বয়ে চলেছে খড়িয়া নদী। নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাদপুর ।নদীর অপরপ্রান্তে রয়েছে নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত কুটিরডাঙ্গা, দুপসা পারদুপসা, খরিনান সহ ১০ টি গ্রাম। এই দশটি গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু যেমন বাজার ঘাট, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্কুল কলেজ, রেলপথে যাতায়াতের জন্য স্টেশন এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলেও নদী পারাপার করতেই হয়। এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসা করেন । তাদের দুধ নিয়ে এপারে আসতেই হয়। নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু । যা দিয়ে খুব সহজেই তারা এপারে আসতে পারতেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারতেন। নদী পারাপারের জন্য এই বাঁশের তৈরি সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কিন্তু একদিন আগে গভীর রাতে প্রবল জলস্রোত এবং অত্যাধিক কচুরিপানার চাপে এই বাঁশের তৈরি সেতুটি ভেসে চলে যায়। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে তাই বাঁশের সেতুটিকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়নি।

সেতুটি ভেসে যাওয়ায় নদীর ওপারের প্রায় ১০ টি গ্রামের মানুষজন তীব্র সংকটের মধ্যে পড়েছেন। বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি বেঁধে নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন মানুষজন। দড়ি ধরে ধরে নদী পারাপার রীতিমত ঝুঁকিপূর্ণ বলে জানান এলাকার মানুষজন। অপরদিকে ঘাট মালিক জানান বাসের সেতুটি ভেসে যাওয়ায় প্রায় দু লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। তিনি আরো জানান মানুষজনের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বর্তমানে দড়ি বেঁধে তিনি যাত্রীদের নৌকায় পারাপার করছেন। এই অসুবিধার হাত থেকে বাঁচতে এলাকার মানুষ জন এখানে একটি পাকা সেতুর দাবি জানান।

Leave a Reply