মলয় দে নদীয়া :-স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার (SVP) 2021 -2022 । স্কুলগুলিতে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি অনুশীলনে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দিতে, অনুপ্রাণিত করতে এবং উদযাপন করার জন্য ভারত সরকারের শিক্ষা মন্ত্রনালয় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারটি চালু করেছে।
SVP-এর উদ্দেশ্য হল সেই সমস্ত স্কুলগুলিকে সম্মান জানানো যেগুলি স্বচ্ছ বিদ্যালয় অভিযানের আদেশ পূরণের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে৷ এসভিপি ওয়াশ পরিকাঠামো, স্বাস্থ্যকর অনুশীলন এবং COVID-19 উপযুক্ত আচরণের আইটি সক্ষম মূল্যায়নের উপর ভিত্তি করে।
পানীয় জল, শিক্ষার পরিবেশ, শৌচাগার, ছাত্র-ছাত্রীদের আচরণ, পড়ুয়াদের হাত ধোয়ার পরিবেশ সব মিলিয়ে পাঁচটি বিষয়ের উপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই অনুযায়ী জেলার ২৬ টি বিদ্যালয়কে বেছে নেওয়া হয়। যা আজ নদীয়ার কৃষ্ণনগর কলেজস্ট্রিট বর্ণপরিচয় ভবনের দ্বিতলে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এই পুরস্কার তুলে দেন বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক-শিক্ষিকাগনের হাতে।