রাত পোহালেই পয়লা বৈশাখ ! লক্ষী- গণেশ থেকে ফল, বাজারে চাহিদা তুঙ্গে

Social

মলয় দে: রাত পোহালেই পয়লা বৈশাখ। একাধারে যেমন বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত বিভিন্ন সংগঠন।

পাশাপাশি নতুন বছরে নিজ নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে লক্ষী- গণেশ বা গণেশ পুজো ও হালখাতার তোরজোড়ে ব্যস্ত ব্যবসায়ীরাও।

আর বাজারে ইতিমধ্যে যেমন বিক্রির উদ্দেশ্যে চলে এসেছে লক্ষী গণেশের বিভিন্ন মূর্তি পাশাপাশি পাল বাড়িতেও চলছে মূর্তি তৈরির শেষ মূহুর্তের প্রস্তুতিও।

আর এদিন একাধারে যেমন নদীয়ার নবদ্বীপ শহরের বিভিন্ন বাজারেও শুরু হয়েছে লক্ষী, গণেশ প্রতিমার বিকিকিনি, পাশাপাশি দশকর্মা সহ ফলের দোকানেও ক্রেতাদের ভীড় লক্ষ্য করা যায়।

তবে ফল থেকে প্রতিমার চাহিদা রয়েছে যথেষ্ট বলেই দাবী বিক্রেতাদের, যদিও দাম তেমন বৃদ্ধি হয়নি বলেও জানায়,বিক্রেতারা। তবে সকাল থেকে বিক্রি শুরু হলেও সন্ধ্যা – রাতের গ্রাহকদের একটা চাপ তাকে আর বিক্রেতারা তার দিকেই মুখিয়ে আছে বলেও জানায়।

Leave a Reply