ভারতের জাতীয় কলা উৎসবে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তবলায় প্রথম স্থান অধিকার করল নদীয়ার সুমন সরকার

Social

মলয় দে নদীয়া :- ভারতের জাতীয় কলা উৎসবে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তবলায় ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করল হবিবপুরের সুমন সরকার।বাবা সন্যাসী সরকার প্রাক্তন পুলিশ কর্মী বর্তমানে একটি দোকান চালান । হবিবপুরের রাঘবপুর রেল বাজারের ছেলে সুমন সরকার সে ৩ বছর বয়সে বাবা মা তাকে তবলা কিনে দেন তখন থেকে বাজান প্রথম ৮ বছর প্রবীর কুমার সরকার কাছে তবলা বাজানো শেখেন পরবর্তীতে পন্ডিত উজ্জ্বল ভারতীর কাছে তবলা বাজানো শেখে। সে ডিসটিক প্রথম হোন পরবতীতে পশ্চিম বঙ্গে প্রথম স্থান অধিকার করে স্টেট লেবেলে চান্স পান ও ভারতের কলা উৎসবে।

উড়িষ্যার ভুবনেশ্বর অনুষ্ঠিত হয় এবং সেখানে সে তবলায় পশ্চিম বঙ্গের একমাত্র প্রতিনিধি হিসেবে ভারতের সব রাজ্যর প্রতিনিধি কে পেছনে ফেলে দিয়ে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে।প্রধানমন্ত্রী সদর দপ্তর থেকে ফোন এসেছে দিল্লীতে প্রধানমন্ত্রী সাথে দেখা করার ডাক পেয়েছেন হবিবপুরের সুমন সরকার।

সে গ্রামে পৌঁছনোর পর থেকে গ্রামের মানুষ বেজায় উচছসীত সবাই মিলে তাকে সংবর্ধিত করেছে এলাকার প্রধান বিডিও থেকে শুরু করে ইস্কুলের প্রধান শিক্ষক হবিবপুর বিবেক যুব সংস্থা ও গুন্য মান্য ব্যাক্তি বর্গরা সুমন বাড়িতে এসে সংবর্ধনা প্রদান করছেন।

Leave a Reply