সোশ্যাল বার্তা: আগামী ৫ ই মে এআইটিইউসির রাজ্য কমিটির ডাকা কলকাতায় শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের কন্ট্রাকচুয়াল কর্মীদের সভা অনুষ্ঠিত হলো মালদা জেলার এআইটিইউসি জেলা অফিসে।
সভায় প্রচুর কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় উপস্থিত ছিলেন এআইটিইউসির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ভট্ট, সভায় সভাপতিত্ব করেন বাপি রায়। সভায় শ্রী বিপ্লব ভট্ট বলেন আগামী ৫ ই মে কোলকাতায় এআইটিইউসির ডাকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাসদের বারো দফা দাবিতে সমাবেশ হবে এবং ঐ সমাবেশ থেকে সেন্ট্রাল লেবার দপ্তর এবং রাজ্য সরকারের শ্রম দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হবে।তার পর আগামী ২০ মে শ্রমিকদের ন্যায্য দাবি গুলো নিয়ে দেশব্যাপী ধর্মঘট পালন করা হবে।
সভায় ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাস বলেন এস বি আই ম্যানেজমেন্ট এটিএম এর কর্মীদের বাইরে দাঁড়িয়ে ডিউটি করার নির্দেশ দিয়েছে, গরমে সময় কর্মীরা রৌদ্রের তাপে অসুস্থ হয়ে পড়বে। এছাড়াও বর্ষাকাল এবং শীতে কর্মীদের সমস্যায় পড়তে হবে। এর জন্য এস বি আই কোলকাতায় হেড অফিসে বৃহত্তর আন্দোলন করতে হবে। আগামী ২০মে আট ঘণ্টা কাজ আর ২৬ হাজার টাকা বেতন সহ বারো দফা দাবিতে দেশব্যাপী ধর্মঘট পালন করতে হবে এবং আগামী ৫ ই মে এআইটিইউসির রাজ্য কমিটির ডাকে কোলকাতায় শ্রমিক সমাবেশ কে সাফল্য মন্ডিত করার জন্য রাজ্যের সমস্ত স্তরের শ্রমিকদের ঐদিন সামিল হতে হবে। তিনি আরও বলেন মোদী সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল করতেই হবে।
সভায় ইউনিয়নের জেলার সাধারণ সম্পাদক শ্রী সুমন ঘোষ,তারক দাস, নকুল সহ অনেকেই সভায় বক্তব্য রাখেন এবং ৫ই মে কোলকাতায় যাওয়ার জন্য সকলকে অনুরোধ জানায়।