মলয় দে নদীয়া:-বৃহস্পতিবার রাতে শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টীমার ঘাট রোড এলাকার যুগল মহলদারের বাড়িতে আতঙ্ক ছড়ায়, যখন খাটের নিচে একটি বিষধর গোখরো সাপ দেখতে পান পরিবারের সদস্যরা।
রাতের গভীরে সাপটি দেখতে পেয়ে বাড়ির লোকজন ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছি বিটের বনদপ্তরের কর্মীরা। বিশেষ সরঞ্জামের সাহায্যে সাপটিকে সাবধানে উদ্ধার করা হয়।
বনদপ্তরের কর্মীরা জানান, উদ্ধার হওয়া সাপটি একটি পূর্ণবয়স্ক গোখরো, যা অত্যন্ত বিষধর। তারা সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও বনদপ্তরের দ্রুত পদক্ষেপে সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছেন। বিশেষজ্ঞরা সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন এবং সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বনদপ্তরে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন।