কোভিড যোদ্ধাদের সংবর্ধনা ও অসহায় দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র বিতরণ

Social

সোশ্যাল বার্তা : পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের খড়াই বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা ও অসহায় দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো।

সংক্রমণ রুখতে করোনার বিরুদ্ধে দিনরাত এক করে লড়াই করে চলেছে স্বাস্থ্যকর্মী পুলিশকর্মী ও সাংবাদিকরা। তাই কোভিড যোদ্ধাদের সংবর্ধনা দিতে এগিয়ে এলো খড়াই বাজার ব্যবসায়ী সমিতি।এই দিন প্রায় ৫০ জন কোভিড যোদ্ধার হাতে পুষ্পস্তবক ও স্মারক তুলে দেয়া হয়। পাশাপাশি অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে প্রায় ১০০ জনকে শীতের বস্ত্র প্রদান করা হয়।
সংস্থার সম্পাদক দুর্গাপদ পাহাড়ি জানান ডাক্তার, পুলিশ ও সাংবাদিকরা যাতে ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করে যেতে পারে তাই আমাদের এই উদ্যোগ। এছাড়া এই পরিস্থিতিতে অসহায় মানুষরা তাদের খাবারটুকু জোগাড় করতে পারছে না তাই তাদের মুখে হাসি ফোটাতে আমাদের বিধায়কের উদ্যোগে আমরা ঐ কর্মসুচি গ্রহন করেছি।

Leave a Reply