মলয় দে নদীয়া:-নদীয়ার চাপরা থানার অন্তর্গত সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাদ গেল দুই ব্যক্তির একটি করে দুটি হাত । আর তাদের নাম অসিত দাস বয়স আনুমানিক ৫০ বছর বয়স পেশায় ঘটক , অপরজন সনাতন হালদার বয়স আনুমানিক ৬৫ বছর বয়স পেশায় মাছ ব্যবসায়ী । স্থানীয় সূত্রে খবর এই দিন কৃষ্ণনগর থেকে হৃদয়পুর গ্রামীণ বাসে করে যাচ্ছিলেন একজন ডোম পুকুর ও অপর্জন সোনপুকুর বাসটি চাপড়া বাসস্ট্যান্ডে এসে দাঁড়ানোর কথা ছিল দুর্ভাগ্যবশত জানলা দিয়ে দুই ব্যক্তি একটী করে হাত বাড় করে থাকলে করিমপুর টু কৃষ্ণনগর গ্রামী বাসে সজোরে হাতে ধাক্কা মারলে দুই ব্যক্তির দুটি হাত কেটে যায়। একজনের হাত ঘটানোর স্থলেই বাস থেকে কেটে পড়ে যায় রাস্তায়। অপরজনের হাত কেটে ঝুলতে থাকে। ঘটনার পর সেখান থেকে তাদেরকে বাসে করে নিয়ে আসা হয় কৃষ্ণনগর শক্তি নগর জেলা হাসপাতালে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কলকাতা সামান্তরিত করা হয়। যদিও এই ঘটনার পরে পুলিশ বাস এবং বাসের কোন কর্মীকে গ্রেফতার করতে পারেনি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
