MICKY METAL গ্রুপের পক্ষ থেকে নদীয়া জেলার কৃষ্ণনগর ১ নং ব্লকে আয়োজন করা হয়েছিল-শারদ সম্মান ২০১৯। কৃষ্ণনগর ১ নং ব্লকের প্রায় সব পূজা কমিটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্যান্ডেল, আলোকসজ্জা ও প্রতিমা সমস্ত দিক বিচার করে দোগাছি গ্রাম পঞ্চায়েতের যাত্রাপুর আঞ্চলিক বারোয়ারী দুর্গোৎসব কমিটি সেরার সেরা নির্বাচিত হয়।
শারদ সম্মান ২০১৯ তুলে দেয়া হয় পূজা কমিটির হাতে। স্মারক সম্মান ফলক, ট্রফি ও নগদ ১০০০ টাকা পুজো কমিটির হাতে তুলে দেন MICKY METAL এর পক্ষ থেকে ডিলার শ্রী অনুপম মন্ডল।শারদ সম্মান পেয়ে উৎসব কমিটি আনন্দে মেতে ওঠে। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম শ্রী জাহণবী জীবন বিশ্বাস বলেন “আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। সবাইকে পূজা কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী দিনে এই উৎসব আরও বৃহৎ আকারে করবো বলে আশা রাখি”।
MICKY METALএর পক্ষ থেকে শ্রী অনুপম মন্ডল দুর্গোৎসব কমিটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।