আদিবাসী ওরাওঁ সম্প্রদায়ের সারহুল পরব , বসন্ত ঋতুতে হয় পৃথিবী এবং সূর্যের বিবাহ

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর মাঠপাড়া ( আদিবাসী পাড়া) গ্রামবাসীবৃন্দের উদ্যোগে সারহুল পূজা ও আদিবাসী সমাজের গুণীজনদের সংবর্ধনা আয়োজিত হলো ওরাওঁ সম্প্রদায়ের।

সারাহুল পরব মূলত ভারতের ঝাড়খন্ড রাজ্যে পালিত একটি বসন্ত উৎসব নতুন বছরের সূচনা উপলক্ষে পালিত হয়। কৃষ্ণপক্ষের চৈত্র মাসের তৃতীয় তিথি থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত তিনদিন ধরে চলে। গ্রামের পুরোহিত যাকে পাহান বলা হয় তিনি গ্রামের সমৃদ্ধির জন্য সূর্য গ্রাম দেবতা এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে স্যার নাই ফুল ফল সিদুর একটি মোরগ এবং তপন অর্থাৎ মদ উৎসর্গ করেন।

আচার অনুষ্ঠানের পর স্থানীয়রা শাল ফুল ধরে নৃত্য করেন। পৌরাণিক মতে পৃথিবী এবং সূর্যের মধ্যে বিবাহের অনুষ্ঠান এটি।

Leave a Reply