মলয় দে নদীয়া:-নদী বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন এর জাতীয় সেবা প্রকল্পের (NSS) সদস্যরা। শুক্রবার ধুবুলিয়ার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শংকরপুর রাজাপুর গঙ্গার ঘাট পর্যন্ত একটি সাইকেল Rally র আয়োজন করা হয়।
রাস্তায় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে ধুবুলিয়া রেলবাজার, দ্বীপচন্দ্রপুর বেলপুকুর, ঈশ্বরচন্দ্রপুর রাজাপুর প্রচার করে রাজাপুর ঘাটে পৌঁছায়। গঙ্গার পাড়ে বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান জানান, সাধারণ মানুষের মধ্যে নদী নিয়ে সচেতন করতেই আমাদের বিদ্যালয়ের এই উদ্যোগ।