ইফতারের সময় বিতরণ করা হলো ফলের গাছ !  পশুপাখি থেকে প্রান্তিক রোজাদার প্রত্যেকেই উপকৃত হবে বাঁচবে পরিবেশ

Social

মলয় দে নদীয়া: সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার শান্তিপুরের অতি প্রাচীন তোপখানা মসজিদে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রায় ১০০ জন ধর্মপ্রাণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

ইফতারের পাশাপাশি পরিবেশ সচেতনতার লক্ষ্যে উপস্থিত প্রতিটি ব্যক্তির হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এই চারাগুলির মধ্যে বেশ কয়েকটি ছিল ফলের গাছ, যা ভবিষ্যতে স্থানীয় মানুষদের উপকারে আসবে। কারণ ইফতারের ক্ষেত্রে মূল বিষয় ফল সেক্ষেত্রে মসজিদে এ ধরনের গাছ লাগালে আগামীতে সেই ফল দিয়েই হবে ইফতার তবে হয়তো কয়েকটা বছর অপেক্ষা করতে হবে মাত্র।

সূর্য পরিবার ফাউন্ডেশনের কর্মকর্তা সূর্য প্রামাণিক জানান, “এই ফলের গাছগুলি বিভিন্ন মসজিদে রোপণ করা হবে, যাতে একদিন এগুলো থেকে ফল পাওয়া যায় এবং তা সবাই ব্যবহার করতে পারেন। শুধু মানুষ নয় এখন অনেক পশু পাখির ক্ষেত্রেও খাদ্য কমে যাচ্ছে তাই জনজীবনে তাদের প্রভাব পড়ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা প্রতিটি প্রোগ্রামে একাধিক গাছের চারা বিতরণ করে থাকি যার মধ্যে সামান্য অংশ হলেও তাকে ফলের গাছ।”

উপস্থিত অতিথিরা জানান “সারা বছর ধরে সূর্য পরিবার ফাউন্ডেশন যে পরিমাণে গাছের চারা বিতরণ করে, তা নিঃসন্দেহে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আরও বেশি মানুষকে গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত করেন।

আজকের এই কর্মসূচিতে সূর্য পরিবার ফাউন্ডেশনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং সকলে মিলে সফলভাবে এই উদ্যোগ সম্পন্ন করেন।

এই কর্মসূচির মাধ্যমে ইফতার আয়োজনের পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তাও প্রদান করা হলো, যা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন অতিথিরা।

Leave a Reply