মলয় দে নদীয়া:-আলোকোজ্জ্বল হল নদীয়ার রানাঘাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রীন সিটি মিশন প্রকল্প এবং পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অর্থ্যানুকূলে রানাঘাট পৌরসভার উদ্যোগে মঙ্গলবার উদ্বোধন করা হলো বাতিস্তম্ভ। পৌরসভার ১ থেকে কুড়ি নম্বর ওয়ার্ডে মোট ৬০টি বাতিস্তম্ভ একসঙ্গে উদ্বোধন করা হয়। এই বাতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রানাঘাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নাসরা বটতলায়। এদিন আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায়, উপ পৌরপ্রধান আনন্দ দে, রানাঘাট পৌরসভার কার্য নির্বাহী আধিকারিক সলিল চক্রবর্তী সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও সদস্যবৃন্দগণ। অনুষ্ঠান মঞ্চ থেকেই সুইচ অন করে বাতিস্তম্ভের আলো জ্বালানো হয়। এরপরেই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা তাদের নিজেদের ওয়ার্ডে সুইচ অন করে বাতিস্তম্ভে আলো জ্বালান। রানাঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নাশরাপাড়া অবসর পার্কে দুটি বাতিস্তম্ভে লাগানো হয়েছে। এছাড়াও যেসব জায়গায় প্রয়োজন সেখানেও বসানো হয়েছে বাতিস্তম্ভ গুলি। পৌরসভার এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
