দেবু সিংহ : মালদা : গোটা রাজ্যে প্রাথমিকের শিশুদের ৪০ মিনিট খেলাধুলা বাধ্যতামূলক করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।এখন থেকে প্রতিদিন ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে একটা থেকে একটা চল্লিশ মোট চল্লিশ মিনিট খেলাধুলা করবে।
হবে প্রতিটি বিদ্যালয়ে । এজন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দুপুর একটা থেকে একটা চল্লিশ এই সময়ে শিক্ষকরা ছাত্র- ছাত্রীদের বিভিন্ন খেলা খেলবে। তারপরে মিড ডে মিল হবে বলে নির্দেশ।
মালদা জেলায় নতুন নিয়ম জারি করার আগে মধ্যশিক্ষা পর্ষদের রাজ্য সভাপতি মানিক ভট্টাচার্য আজ জেলার সমস্ত এবং জেলা পরিদর্শক ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এক সভা করেন ডিএম বিল্ডিংয়ের কনফারেন্স রুমে এই সময় এই সভা হয় । এই সভায় তিনি সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলা পরিদর্শক নির্দেশ দেন আগামী ৬ এবং ৭ তারিখে প্রধান শিক্ষক সভা করে এই নির্দেশ জানিয়ে দিতে হবে। তার জন্য ডি পি এস সি থেকে একটি সুনির্দিষ্ট তৈরি করা হবে এবং আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক সভা ডেকে নিয়ম এর কার্যকারিতা উপকারিতা সমন্ধে অভিভাবকদের সচেতন করবে বলে জানা গেছে মানিক ভট্টাচার্য জানান আগামী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে গোটা জেলায় প্রতিটি বিদ্যালয়ে একটা থেকে একটা ৪০ পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে ।