মলয় দে নদীয়া :-লকডাউন এর ফলে মানুষ গৃহবন্দি হলেও পশু পাখির দল রয়েছে মহানন্দে ৷ জীবজন্তু পশু পাখীর জায়গা মানুষ দখল করে নেওয়ায় নিজেদের বাঁচার স্বার্থে স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছিলো তারা ৷ কিন্তু সামান্য এক ভাইরাস গোটা মনুষ্য জাতির জীবনে এনে দিয়েছে মৃত্যু ভয় ৷ সেই ভাইরাসের হাত থেকে বাঁচাতে মানুষ নিজেকে করেছে গৃহবন্দী ৷ তাই বন্যপ্রানী, জলজ প্রানী সবাই ফিরে আসছে তাদের নিজেদের জায়গায় ৷ পরমানু বোমার শক্তিতে বলীয়ান মালিক পৃথিবীর রাষ্ট্র নায়কদের আজ বড়ো অসহায় দেখাচ্ছে ৷ আর সেই সুযোগে পশুপাখি, জীবজন্তুগুলি আজ আবার ফিরে আসছে নিজেদের জায়গায় ৷ জায়গাগুলি মানুষ দখল করে নিয়েছিল তাই তারা তাদের নিজেদের বাঁচাতে স্থান পরিবর্তন করে নিয়েছিলেন
করোনা ভাইরাস এ কারণেই মানুষ গৃহবন্দি হওয়ায় ওরা বেরিয়ে পড়েছে নিজেদের মতো করে বিশেষজ্ঞরা বলছেন মানুষ ঘরে বন্দী থাকায় গঙ্গার জল স্বচ্ছ হচ্ছে, যমুনার জলনীল দেখাচ্ছে ৷ বিশ্বের উষ্ণায়ন কমছে ৷ ফলে বন্যপ্রানীগুলি স্বাভাবিক জীবনে ফিরছে ৷
তাই গতকাল নদীয়ার চাকদহের রানী নগর ঘাটে দেখতে পাওয়া গেল একটি ঘড়িয়াল ৷ ঘড়িয়াল আসলে বিরল প্রজাতির মিঠা জলের কুমির বর্গীয় সরীসৃপ ৷ দক্ষিন বঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা গতকাল ঐ ঘরিয়াল বা মাঠা জলের কুমীরটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় বলে জানা গেছে ৷