মলয় দে নদীয়া:- বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে নদীয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ২৬ টি টিবি ইউনিট এর আধিকারিক ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার মুখ্য আধিকারিক ডা: জ্যোতিষ চন্দ্র দাস, জেলা যক্ষা আধিকারিক,সহ উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকগন, কল্যাণী এইমস্ হাসপাতালের বিভাগীয় প্রধান, সহ তিনশতাধিক, স্বাস্থ্য ব্লকের আধিকারিক ও কর্মচারীবৃন্দ।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত যক্ষা নিয়ে সাধারণ মানুষের ভেতর সচেতনতা বৃদ্ধি এবং যক্ষা নিয়ে যারা তৃণমূল স্তরে কাজ করেন তাদেরকে সংবর্ধনার মাধ্যমে আগামীতে আরো ভালোভাবে কাজ করার জন্য উৎসাহী করে তোলা।
যারা এই যক্ষা বিভাগের প্রাক্তন কর্মচারী তাদেরকে সংবর্ধনা এবং প্রতি ব্লক থেকে যক্ষা সংক্রান্ত বিষয়ে কাজের নিরিখে শ্রেষ্ঠ সুস্বাস্থ্য ও উপস্বাস্থ্য কেন্দ্র এবং অনন্যা আশা সম্মান, এবং এছাড়াও ২৬ টি টিবি ইউনিটকে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।