সায়েস্তাবাদ আদিবাসী মিতালী সংঘের পরিচালনায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট 

Social

দেবু সিংহ ,মালদা : মালদা বামনগোলা ব্লকের জি.এম পুর অঞ্চলের সায়েস্তাবাদ আদিবাসী মিতালী সংঘের পরিচালনায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার । এদিন এই ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয় জে.এমপুর অঞ্চলের সায়েস্তাবাদ আদিবাসী মিতালী সংঘের পক্ষ থেকে। এদিন এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক মুনিয়া মুমূ,।

ফুটবল টুর্নামেন্টের শেষে ওই ক্লাবের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন ক্লাবের সভাপতি ও সম্পাদকের হাতে তাছাড়া ওই ক্লাবকে চুনিয়া মুর্মু নিজস্ব তহবিল থেকে একটি করে ফুটবল ও একসেট জার্সি দেন।

Leave a Reply