মলয় দে নদীয়া:- জি সারেগামার ২০২৪-২৫সালে চ্যাম্পিয়ন নদীয়ার কল্যানী ব্লকের মদনপুর এক নম্বর জিপির গোবিন্দনগরে দিয়াশিনী রায়। ছোটবেলা থেকেই গান-বাজনার সাথে পুরো পরিবারই জড়িত বাবা একজন মিউজিসিয়ান দেবানন্দ রায় মা অর্পিতা রায় একজন নৃত্যশিল্পী নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি তাই মেয়েকে নিয়েই লেগে পড়েন দিয়াশিনীর পথ চলা শুরু দশ বছর থেকে মায়ের হাত ধরে ললিতকলা সংগীত একাডেমীতে ভর্তি হয় সে। অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে আস্তে আস্তে করে উন্নতির শিখরে পৌঁছতে থাকে। প্রথমে ভয়েস অফ ইন্ডিয়া থেকে শুরু করে স্টার জলসা অতিক্রম করে ২০২৪ -২৫ সালের সারেগামা চ্যাম্পিয়ন হয় মদনপুরে দিয়াশিনী রায়। গতকাল রবিবার রাত্রে যখন ঘোষণা হয় অঝোরে কাঁদতে থাকেন তার মা দিদি মা এবং আত্মীয় স্বজনেরা। মাধ্যমিক পাস করে মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয় থেকে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে চাকদা ও রামলাল একাডেমি থেকে বরাবরই মেধাবী ছাত্রী ছিল দিয়াশিনী। দিয়াশিনী জানাই, গত বছর মার্চ মাসে তার প্রথম অডিশন হয় প্রায় সাত থেকে আটটি অডিশনে দিতে হয়েছে তারপর তার নিজের প্রতিভাটাকে তুলে ধরেছে দিয়াশিনী। দীর্ঘ ১১ মাস পথ চলার শেষে পুরো পরিবার জেগেছিলেন রাত অন্তিম শেষে যখন ঘোষণা হয় ২০২৪ এবং ২৫ সালের সারেগামা চ্যাম্পিয়নশিপে প্রথম হলেন মদনপুরের দিয়াশিনী কান্নায় ভেঙে পড়লেন তার পুরো পরিবার মা অর্পিতা রায় ওর তার দুই দিদিমা বনানী ঘোষ ও সুমিত্রা ঘোষ। প্রচুর মানুষ এসে দেখা করে গেছেন ।
