মলয় দে নদীয়া:- তিনি সবার প্রিয় ডাক্তারবাবু, নাম অতীন্দ্র নাথ মন্ডল। বাড়ি নদীয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায়। নদীয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ। ডাক্তার দেখানোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন প্রায় কয়েকশো মানুষ। বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির সকলেই। গরিব কিংবা বড়লোক তেমন কোন বাধা নেই, সবার জন্যই বিনা পয়সায় ডাক্তার। তার হাত যশেই সেই সব রোগ উধাও। বগুলার স্টেশন পড়ায় একটি ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছেন তার চেম্বার। বগুলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম। সীমান্তবর্তী গ্রাম এমনিতেই এলাকার মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী তার ওপর বাবা-মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, বর্তমানে চিকিৎসক হিসাবে উচ্চপদে কর্মরত। বাবা-মায়ের কথা রাখতেই প্রত্যেক রবিবার বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা ২০ বছর অতীন্দ্রবাবু। বর্তমানে রানাঘাটের বাসিন্দা হলেও নিজের গ্রামকে একেবারেই ভুলে যাননি, রোদ, ঝড় ,জ্বর জল সবকিছুকে উপেক্ষা করেই রবি বারের বিকেল সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি।
