অভিজিৎ হাজরা, হাওড়া :- আজ থেকে থেকে শুরু হয়েছে ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা হল ছাত্র -ছাত্রীদের জীবনের দ্বিতীয় সব থেকে বড় পরীক্ষা। এই পরীক্ষার উপর ছাত্র -ছাত্রীদের ভবিষ্যৎ, কর্মক্ষেত্র অনেকখানি নির্ভর করে। এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের তল্লাশিতে আর ও আঁটসাঁট ব্যবস্থা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। এবারের নতুন সংযোজন মেটাল ডিটেক্টর,যা দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করেই তারপর পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজেদের জন্য নির্দিষ্ট পরীক্ষা হলে যেতে দেওয়া হচ্ছে। বাগনান বিধান সভার বিধায়ক অরুণাভ সেন এর নির্দেশে ‘ বাঙালপুর গ্ৰাম পঞ্চায়েত এর পক্ষ থেকে পঞ্চায়েত অফিস সংলগ্ন ” বাঙালপুর ইউ সি হাই স্কুল ” এ আসা পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও আর্শিবাদ জানানো হল। ” বাঙালপুর ইউ সি হাই স্কুল ” এ ‘ বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় ‘, ‘ টেঁপুর এন এ হাই স্কুল ‘ , ‘ বাগনান আনন্দ নিকেতন বিদ্যামন্দির ‘ , ‘ বাইনান বামনদাস হাই স্কুল ‘ , ‘ খাজুটি হাই মাদ্রাসা ‘, ‘ খালোড় গোপীমোহন শিক্ষা নিকেতন ‘ এর দুইশত একাত্তর জন এবং ‘ টেঁপুর এন এ হাই স্কুল ‘ ,’ বাইনান বামনদাস হাই স্কুল ‘,’ বাগনান আনন্দ নিকেতন বিদ্যামন্দির ‘ ,’ খালোড় গোপীমোহন শিক্ষা নিকেতন ‘ , ‘ খাজুটি হাই মাদ্রাসা ’ র একশত আঠারো জন মোট তিনশত ঊননব্ব ই জন ছাত্র -ছাত্রী পরীক্ষা দিতে আসেন। এই সমস্ত ছাত্র -ছাত্রীদের ‘ বাঙালপুর গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে মদন মোহন ঘোষ এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা পরীক্ষার্থীদের হাতে রক্ত গোলাপ, একটি করে পেন দিয়ে সম্বর্ধনা প্রদান করে তাদের আর্শিবাদ – শুভেচ্ছা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এছাড়া ও এই গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্ৰাম পঞ্চায়েত ভবনের হল ঘরে সমস্ত সুযোগ -সুবিধা সহ পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবক ও অভিভাবকদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়। তাদের জল ও চা দেওয়া হয়।গ্ৰাম পঞ্চায়েতের এই ধর ণের কর্মকান্ড – ছাত্র -ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা, তাদের আর্শিবাদ করা সহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করায় প্রত্যেক অভিভাবক – অভিভাবিকাবৃন্দ উচ্চ প্রশংসা করেন।
