ওয়েব ডেস্ক : সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । অনেকেই তার নিজের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা প্রশান্ত পাত্র। প্রশান্ত বাবু পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রদের পড়ানোর জন্য শ্রীকৃষ্ণপুর বাজারে একটি কোচিং সেন্টার করে এত দিন ধরে সংসার চালাচ্ছিলেন ।
বাদ সাধলো লক ডাউন । বর্তমানে কোচিং সেন্টার টি সম্পূর্ণ বন্ধ । তাই নিজের সংসার চালানোর তাগিদে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের শ্রীকৃষ্ণপুর বাসস্ট্যাণ্ডে কোচিং সেন্টারের সামনে সবজি বিক্রি করছেন প্রশান্তবাবু।
প্রশান্তর বাবু বলেন- বর্তমানে মহামারী ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষ রক্ষা পাবার জন্য সারা দেশ তথা রাজ্যে চলছে এই লকডাউন। লকডাউন উঠে গেলে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে তা নিয়ে অনেক নিশ্চয়তা রয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই । কিন্তু সংসার চালাতে সাময়িক কাজটি করতে হচ্ছে ।
তবে যারা বাজার করতে আসছেন তাদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এই শিক্ষক ।