নিউজ সোশ্যাল বার্তা : নোবেল করোনা ভাইরাস এর দাপটে সারা বিশ্ব জেরবার । ভারতবর্ষ ও এই বিষয়ে সতর্কীকরণের জন্য ঘোষনা করেছে সারা দেশে লক ডাউন। এই লক ডাউন এর জেরে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । এবার সরকারের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষের জন্য এগিয়ে এল পূর্ব বর্ধমান জেলার মেমারির ১নং ব্লকের সরমস্তপুর যুব সংঘ ।
ক্লাবের পক্ষ থেকে আজ মেমারি ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে রাজ্য সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয় ৫০০০/- (পাঁচ হাজার টাকা)।
এছাড়াও সরকারী নির্দেশ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখেই সরমস্তপুর যুব সংঘের সদস্যরা ৭০ টি দিন আনা দিন খাওয়া পরিবার এর পাশে থাকতে তাদের মধ্যে বিতরণ করলো আবশ্যক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী-চাল, ডাল, আলু, আটা,মুড়ি, লবন,সাবান, হ্যান্ড স্যানিটাইজার) ও কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধ । বয়স্ক মানুষের প্রেসার মাপা হয় সংস্থাটির পক্ষ থেকে । ক্লাবের এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ ।
সমস্তপুর যুব সংঘের সম্পাদক অপূর্ব সরদার বলেন “প্রান্তিক খেটে খাওয়া মানুষের জন্য আমাদের এই ক্লাবের সদস্যরা এগিয়ে এসেছে। ক্লাবের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা করে যাবো সাধারণ মানুষের জন্য ।