প্রয়াত মিঠুন চক্রবর্তীর পিতা বসন্ত চক্রবর্তী

Social

মলয় দে নদীয়া;- গত ২১শে এপ্রিল  মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ বোম্বের বর্তমান বাসগৃহতে‌ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বসন্ত চক্রবর্তী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি।

স্বর্গীয় তারাপদ চক্রবর্তীর আদি বাড়ি নদীয়া জেলার শান্তিপুর শহরের বেনেপারা ফাস্ট লেন। এই বাড়ি থেকে তারাপদ চক্রবর্তীর ১০ ছেলে মেয়ে, শান্তিপুরের পড়াশোনা করে কর্মসূত্রে থাকেন বাইরে। শুধুমাত্র শ্রীকান্ত চক্রবর্তী ও অমল কান্তি চক্রবর্তী থাকেন শান্তিপুরের আদি বাড়িতে।
সদ্য প্রয়াত বসন্ত চক্রবর্তীর তিন কন্যা ও একমাত্র সন্তান অভিনয় জগতের অন্যতম প্রধান মুখ মিঠুন চক্রবর্তী (গৌরাঙ্গ)।
কর্মসূত্রে লকডাউন এর জেরে মিঠুন চক্রবর্তী আটকে ছিলেন ব্যাঙ্গালোরে, পৌঁছাতে দেরি হওয়ায় দাদুর মুখাগ্নি করে জ্যেষ্ঠপৌত্র মিমো।

শান্তিপুরে চক্রবর্তী পরিবারেও নেমে আসে শোকের ছায়া, লকডাউন এর জেরে বোম্বে পৌঁছাতে না পারলেও শান্তিপুরেই সমস্ত রকম পরলোকে ক্রিয়া করবেন বলে জানান পরিবার থেকে। এই পরিবারের একজন সাফল্যের শিরোনামে পৌঁছালেও
বিগত পঞ্চাশ বছর যাবৎ ফোনে যোগাযোগ ব্যতীত আসা-যাওয়া তাই হতো না বললেই চলে, তাই পারিবারিক চাপা অভিমান ও লক্ষ্য করা গেল। তবে পারিবারিক সূত্রে জানা যায় বসন্ত চক্রবর্তী ফেস জীবন শান্তিপুর কাটাতে চেয়ে ছিলেন বলেই তার ব্যবহার্য জিনিসপত্র দিয়ে একটি বাক্স গুছিয়ে রেখেগিয়েছিলেন আগে থেকেই, কিন্তু শেষ ইচ্ছা আর পূরণ হলো না।

Leave a Reply