কৃষ্ণপুর চক গ্রামের ১৩০০ পরিবারকে সাহায্য করলো তৃণমূল

Social

ধীমান ভট্টাচার্য্য, কালীনারায়ণপুর: রানাঘাট ১নং ব্লকের কালীনারায়ণপুর পাহাড়পুর অঞ্চলের কৃষ্ণপুর চক গ্রামের ১৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

রানাঘাট ১নং ব্লক তৃণমূল কংগ্রেস তথা পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষের নির্দেশে, পঞ্চায়েত প্রধান দীপা দাস ঘোষের তর্থাবদানে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানকী কান্ত দাসের বাড়ি থেকে এলাকার দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষ, প্রধান দীপা দাস ঘোষ, অঞ্চল সভাপতি কাজল চক্রবর্তী, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ধীরাজ কুমার ভট্টাচার্য, পঞ্চায়েতের দলনেতা সনৎ কুমার দাস, বিশিষ্ট নেতৃত্ব বাদল গোস্বামী, অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি নিখিল বিশ্বাস, ব্লক টিএমসিপি সভাপতি জানকী দাস সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা এবং অন্যান্য নেতৃত্ব বর্গ।

তাপস কুমার ঘোষ বলেন, দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দিতে আমাদের এই প্রয়াস। মমতা ব্যানার্জি মানুষকে সাহায্য করতে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল দিচ্ছে। আমরা যদি নিজেরা ১মুঠো ভাত খেতে পারি তবে এই মহামারীর সময় রানাঘাট ১নং ব্লকের মানুষের মুখেও ভাত তুলে দিতে পারবো। এদিন প্রধান দীপা দাসও বলেন, আাজ কৃষ্ণপুর চক গ্রামের ৪টি বুথের দরিদ্র মানুষকে সাহায্য করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মমতা ব্যানার্জি আদর্শে আমরা মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

Leave a Reply