মলয় দে নদীয়া:-এবার প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরীর উদ্যোগ নিল নদীয়া জেলা প্রশাসন সেইমতো আজ জেলাশাসক এস অরুন প্রসাদ এবং নদীয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরসহ একাধিক সরকারি আধিকারিকেরা প্লাস্টিকের বর্জ্য একত্রিত করে রাস্তা তৈরীর কারণে ব্যবহার করার জন্য সেই র মেটেরিয়াল হস্তান্তর করার অনুষ্ঠান সম্পন্ন করলো নদীয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবন এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এ বিষয়ে জেলাশাসক জানান বহুদিন ধরেই এইরকম চিন্তা-ভাবনা নেওয়া হচ্ছে ইতিমধ্যে নদীয়া জেলার বেশ কিছু জায়গাতে কাজ শুরু হয়েছে তবে এবার এই নতুন পদ্ধতি শুরু করে কাজ করা হবে।
