নিউজ সোশ্যাল বার্তা : মুর্শিদাবাদের বাসিন্দা সন্তান সম্ভবা আরসিমা বিবি ভর্তি হন বহরমপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে । ডাক্তারবাবু পরামর্শ দেন অতিসত্বর সিজার করতে হবে । রক্ত পরীক্ষায় তার গ্রুপ জানা যায় বি নেগেটিভ । কিন্তু ওই মুহূর্তে ব্লাড ব্যাংক বি নেগেটিভ রক্ত মজুত না থাকায় দিশাহীন হয়ে পড়ে আরসিমার পরিবারের লোকজন । খবর যায় সাধারণ মানুষের রক্তদানের জন্য কাজ করা সংগঠন EBS গ্রুপের কাছে ।
EBS গ্রুপের মুর্শিদাবাদের সদস্যরা
চারিদিকে খোঁজা খুঁজি করে ডোনার না পেয়ে নদীয়ার EBS গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন । শেষ পর্যন্ত গ্রুপের সদস্যদের সহযোগিতায় নদীয়া জেলার কালীগঞ্জ থানার কামাল সেখ নামের এক সিভিক ভলেন্টিয়ার সাড়া দেন এবং আগ্রহ দেখায় রক্ত দেওয়ার জন্য ।
নদীয়ার কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ও মিটিং ছিল গতকাল । কামাল শেখের ও ডিউটি ছিল কৃষ্ণনগরে। কামাল বাবু পুরো বিষয়টি থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর লিটন মন্ডলকে জানান । রক্তের জোগান দেওয়ার জন্য তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় ।
কালীগঞ্জে থেকে বহরমপুর মেডিকেল কলেজ প্রায় ৫০ কিলোমিটার গিয়ে রক্ত দিয়ে আসেন।
শত কাজ থেকেও রক্ত দান মহৎ কাজ।
রোগীর পরিবারের লোকেরাও এত অল্প সময়ে বিরল গ্রুপের রক্ত পাওয়ায় খুব খুশি হন এবং সিভিক ভলেন্টিয়ার কামাল শেখ ও কালীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।
EBS গ্রুপের পক্ষ থেকেও কামাল বাবু ও পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানানো হয় । এ প্রসঙ্গে একজন EBS গ্রুপের সদস্যবৃন্দ বলেন ,EBS ২৪x৭ সব সময় মানুষের সেবায় প্রস্তত । সবাইকে এই মহান কাজে যুক্ত হয়ে রক্তদান করে অপরের জীবন বাঁচানোর আহ্বান জানাই “।