Electric Scooter : হু হু করে বিক্রি বাড়ছে ইলেকট্রিক স্কুটার

Social

দীপ রায়,নদীয়া : পেট্রোলের আকাশছোঁয়া দাম। অনেকেদিন আগেই ১০০ টাকা লিটার ছাড়িয়েছে পেট্রোল। যারা প্রতিনিয়ত মোটর বাইক চালান সেই সমস্ত নাগরিকেরা পড়েছেন মহাফাঁপড়ে। পেট্রোলের দাম বাড়লেও তো আর যাতায়াত বন্ধ করা যাবে না তাই বিকল্প হিসাবে অনেকেই বেছে নিচ্ছেন বিদ্যুৎ চালিত স্কুটার। ইলেকট্রিক স্কুটারে একদিকে যেমন পরিবেশ-দূষণ হবেনা অপরদিকে জ্বালানির খরচ থেকে অনেকটা রেহাই মেলে।

বর্তমানে একাধিক সংস্থা বিভিন্ন দামের ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এসেছে যেমন: হোপ, ওকাই, ওকিনো, রিভোল্ট ছাড়াও রয়েছে অনেক সংস্থা। বাজার ঘুরে জানা গেল ইলেকট্রিক স্কুটার দাম শুরু মোটামুটি ৫৫ হাজার টাকা থেকে তবে প্রায় ১লক্ষ ৪০ হাজার টাকার ইলেকট্রিক স্কুটারও রয়েছে।

কোম্পানির দাবি অনুযায়ী, একটু কমদামের ইলেকট্রিক স্কুটারে একবার ব্যাটারি চার্জ দিলে প্রায় ৬০ কিমি চলবে। দামী ইলেকট্রিক স্কুটারে চলবে প্রায় ১২০ থেকে ১৬০ কিমি। ব্যাটারির ক্ষেত্রেও রয়েছে তিন বছরের ওয়ারেন্টি। একবার ফুল চার্জ দিতে দুই ইউনিট মত বিদ্যুৎখরচা হবে।

নদীয়ার কৃষ্ণনগরে ইলেকট্রিক স্কুটারের তিন-চারটি শোরুম রয়েছে। প্রতিদিন গাড়ি বিক্রি বাড়ছে বলে জানালেন একটি শোরুমের কর্মী। কৃষ্ণনগরের একটি শোরুমের মালিক জানালেন গত এক সপ্তাহে প্রায় ৩৫টির কাছাকাছি গাড়ি বিক্রি করেছেন।

কৃষ্ণনগরের ঘূর্ণির এক বাসিন্দা তার ব্যাটারি গাড়ি সার্ভিসিং করতে নিয়ে এসেছিলেন একটি শোরুমে। তিনি জানালেন , প্রায় ৬ মাস ইলেকট্রিক স্কুটারটি কিনেছেন। কৃষ্ণনগর থেকে মাজদিয়া আড়তে যান নিয়মিত এই ইলেকট্রিক স্কুটারে করেই। ৮০০০ কিমি অতিক্রম করে গেছে তার ইলেকট্রিক স্কুটারটি। ভালোই চলছে তেমন কোন অসুবিধা নেই। তবে একটু ধীরে যেতে হয়।

Leave a Reply