মলয় দে নদীয়া:-সাল হিসেবে নয়, সময়ের নিরিখে এক বছরের মধ্যে তিনবার মুখ্যমন্ত্রীর নদিয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে। 2019 সালের মাঝে প্রধানমন্ত্রীর নদিয়ায় আগমন, বিধায়ক তথা জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি সত্যজিৎ বিশ্বাস খুন, সিপিআইএম জেলা নেতৃত্ব খুন, পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানসভার বোর্ড থাকলেও বিক্ষিপ্তভাবে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া, লোকসভা নির্বাচনে রানাঘাট তপশিলি কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়লাভ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ পাল্টেছে। জেলা অবজারভার হিসেবে পার্থ চট্টোপাধ্যায় কে দায়িত্ব দেয়ার পরও পরিস্থিতি একই থাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় এর উপর সাংগঠনিক দায়িত্ব বর্তায় প্রশাসনিকভাবেও জেলা কে কৃষ্ণনগর এবং রানাঘাট দুটি ভাগে বিভক্ত করণ, রানাঘাটে সভাপতি হিসেবে শংকর সিং কে দায়িত্ব বন্টন, অন্যদিকে কৃষ্ণনগরের সংসদ মহুয়া মিত্র । অথচ অতীত থেকে তৃণমূল জেলা কমিটির সামনে আসা অনেক বিধায়ক, নেতৃত্বই দ্বিধাগ্রস্ত। প্রায় প্রতিটা বিধানসভায় দুটি শিবির ছাড়িয়েও পরিণত হয়েছে তৃতীয় শক্তিতে।
অন্যদিকে প্রধান প্রতিপক্ষ বিজেপির শহরমন্ডল গঠননিয়ে দ্বন্দ্ব চলে আসে প্রকাশ্যে, এক বছরে তিনবার জেলা কমিটি গঠিত হয়। আবেগ থাকলেও সাংগঠনিক শক্তির অভাব জেলা থেকে বুথ স্তর পর্যন্ত।
সিপিআইএম এবং কংগ্রেস রাজ্য থেকে একজোটে বার্তা আসলেও, এলাকায় গত ভাবে তাদের প্রয়োজনভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছেন নিচু তলার কর্মীরা (বেশিরভাগ ক্ষেত্রে শাসকের বিপক্ষে)।
আসন্ন পৌরসভার খসড়া তালিকা প্রস্তুত হলেও আগামী 10 ফেব্রুয়ারি জেলার 11 টি পৌরসভার মধ্যে দশটিতেই নির্বাচন হতে চলেছে।
এইরকম এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী জনোসাধারণের মাঝে তার প্রকল্পের জনহিতকর দিক বোঝাতে সক্ষম হলেও, কিছুটা প্রশাসনিক ব্যর্থতা, বেশ খানিকটা দলীয় নেতা-নেত্রীদের উদাসীনতায় ভোট- বাক্সে সুফল পাওয়া যায়নি সেই অর্থে। সরকারি প্রকল্প কত দিন এর মধ্যে, সাধারণ মানুষ হয়রানি না হয়ে পাবেন তা জানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, অথচ কার্যক্ষেত্রে মিল পাচ্ছেন না সাধারণ মানুষ। অন্যদিকে দলীয় নেতা নেত্রীদের নতুনদের স্বাগতম, পুরাতন দের সাথে নিয়ে সেক্ষেত্রেও শুধুমাত্র বাণী হয়েই কাটাউট ফ্লেক্স ব্যানার পোস্টার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। বনগাঁ এবং রানাঘাট দুটি জায়গাতেই বক্তব্য একটি কথা স্পষ্ট ভাবে জানিয়েছেন নেত্রী, লোকাল নেতৃত্বের উপর আস্থা করে নয়, দল করুন আমার উপর বিশ্বাস রেখে।