মলয় দে নদীয়া:-পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মিতার নাম রিমা মজুমদার (২৬), ঘটনাটি নদীয়ার কল্যানী থানার এক নম্বর আনন্দনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ভোররাতে চিৎকার চেঁচামেচি শুনতে পারি এলাকার মানুষ এরপরে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা গিয়ে দেখে স্ত্রী মেঝেতে পড়ে রয়েছে স্বামী খাটে বসে , এরপর পুলিশের খবর দেওয়া হয় পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর স্বামী রাজু মজুমদার আটক করেছে কল্যাণী থানার পুলিশ। এলাকাবাসীর দাবি স্বামী খুন করেছে স্ত্রীকে মদ্যপ অবস্থায় প্রায়ই অশান্তি করত।
